Skip to main content
(50) | " (18) | # (1) | ' (12) | 1 (1) | 7 (1) | A (5) | B (3) | C (6) | D (8) | F (8) | G (3) | H (2) | I (16) | J (4) | K (3) | L (9) | M (9) | N (5) | O (11) | P (8) | R (2) | S (19) | T (13) | U (5) | W (8) | Y (6) | | (1) |   (4) | (2) | (1) | (1) | (1) | (1) | (1) | (2) | (1) | (1) | (1) | (3) | (1) | (312) | (425) | (28) | (15) | (49) | (5) | (288) | (47) | (1) | (415) | (64) | (101) | (43) | (120) | (69) | (139) | (35) | (29) | (12) | (32) | (9) | (274) | (15) | (193) | (51) | (231) | (321) | (65) | (403) | (207) | (365) | (162) | (123) | (48) | (194) | (2) | (475) | (111) | (6) | (11) | (5) | (1) | (2) | (1) | (1)

পাগল

মাছের বাজার। সব্জী বাজার। মুদির দোকান।
     কোথাও যান না। শুধু চাষের জমি খুঁজে বেড়ান।
  কে যেন বলে গেছে - চাষবাস আরো বাড়ানো চাই
  সেদিন ভোরে উনি চাষের ক্ষেতে

পারিনি

প্রচণ্ড আকণ্ঠ দেশভক্তি
পাড়ার মোড়ে মোড়ে ফুল চন্দনে ঢাকা ছবি
অনেকটা বারের পূজোর মত
    (প্রসাদের মত বাণীও বাইরে রেখেই ঘরে ঢুকতে হয়। না হলে সাংসারিক অমঙ্গল)
আমি একটু দূরত্ব রেখেই চলি

প্রতিবাদ?

 
খানিক আগেই আমার দুই বন্ধু তথা ভাইয়ের কাছ থেকে উদ্বিগ্ন ফোন পেলাম সোদপুর স্টেশানে তাদের ট্রেনে এলোপাথাড়ি ইঁট ছুঁড়ছে কারা। বল

পাও নাই পরিচয়

তোমার ভালোবাসাই নিঃসঙ্গ করল আমায়
তুমি যাকে ভালোবাসো
   আমার মধ্যে যাকে দেখো, যাকে খুঁজে পাও -
সে আমার কাঠামোয় তোমার নিজের সৃষ্টি আমি 
      সে আমি, আমি নই 

পুরোনো কথারা

পুরোনো কথারা পুরোনো
হতে হতে হারানো হয়ে যায় ...

পাশ কাটানো

মাঝে মাঝে পাশ কাটানোও ভালো
    পাশ কাটানোর রাস্তাতেও পেয়েছি অনেক কিছু -
   জঙ্গল, নদী, কি অপূর্ব ফুল, ময়ূরের পেখম তোলা নাচ...আরো কত কি

পিপাসা

লোকটার ছিল ভীষণ পিপাসা। সারাদিন তাই আগল দিয়ে নিজেকে আড়াল করে রাখতে চাইত সবার থেকে। তার দরজায় ছিল ছোট্ট একটা ছিদ্র। একটা বড় পিঁপড়েকেও ঢুকতে হত সে ছিদ্র দিয়ে কষ্ট করে। ...

প্রিয় কবি, আপনাকে (তোমাকে)

ধরো তোমার সাথে দেখা হয়ে গেল কোনোদিন আচম্বিতে
   না, আচম্বিতে না। রবি ঠাকুরের ভাষায় বলি -
   'কি ছিল বিধাতার মনে'

পারছি না

শিকড় ঝরা মাটি
ঝরা পালক
ঝিনুকের খোল ...

পাথেয়

কেন আসো বুড়ি? কি চাই তোমার? সারাগায়ে রত্তি তো নেই একফোঁটাও। ছেঁড়া ফুটিফাটা শাড়ি। হাওয়াই চটিটার বয়েস তো যেন তোমার চেয়েও বেশি বুড়ি, ওকে রেহাই দাও এবার। তোমার কোলের কাছে লাঠি দেখছি যে বুড়ি, ওই লাঠি ঠুকে ঠুকে আসো বুঝি এই মন্দিরে? গাড়ি চড়ার পয়সা নেই? ...

প্রেমপত্র লেখ

রোজ একটা করে প্রেমপত্র লেখ
তারপরে ডাস্টবিনে ফেলে দাও
কাগজকুড়ানি নিয়ে যাক
প্রেম বেওয়ারিশ
আরেকটা নতুন পাতা টেনে নাও

পদ্ম-পাপড়ি আলো

খুব ভোরবেলা থেকে চারদিকে আমার
         ঝিরঝিরে ভালোবাসার ইলশেগুঁড়ি বৃষ্টি
আমার মুখে চোখে ঠোঁটে লাগছে
   ঝরেঝরে পড়ে যাচ্ছে,
পায়ের পাতা, হাতের আঙুল
        ভিজিয়েছে বিন্দু বিন্দু ভালোবাসারা

  আমি পুরোপুরিভাবে ভিজে

প্রাচীনা

যেন খুব আলাদা কিছু বলার ছিল

  আলাদা শব্দে,
      আলাদা ভাবে,
           আলাদা সুরে

বলতে গিয়ে বেরোলো সেই চিরাচরিত ধারা-

পরিচয়

তীর্থযাত্রী ফিরে এসেছিল
    পথ হারায়নি
দিক ভুলেছিলো

প্রোফাইল পিকের প্রতিবাদের ধারার সাথে সহমত হই না হই

প্রোফাইল পিকের প্রতিবাদের ধারার সাথে সহমত হই না হই, কিন্তু এমন বিশাল আলোড়নকে হৃদয়ের উষ্ণতম অভিনন্দন না জানিয়ে স্থির থাকতে পারছি না। খুব উত্তেজিত আর আশান্বিত হচ্ছি। এই স্পিরিটটা যেন হারিয়ে না যায়। প্রতিটা যুগেই কোনো না কোনো একটা অন্ধকার অত্যন্ত মাথাচাড়া দিয়ে ওঠে। ইতিহাসে সে লড়াইটার ছবিই দেখেছি।

পর্দা

পর্দা টেনে, 
ঘরে রাত আনতে পারো যখন তখন

একটা কালপুরুষ আনতে পারো কি?
...

পার্থক্য হল

পার্থক্য হল,
তুমি তোমার ধর্মকে ভালো বলো
...

পাশাপাশি

কখনও কখনও
ঘাতকও ঘায়েলকে বলে
- আমারও লেগেছিল
...

পানকৌড়িটা

শান্ত হও
এখনও পানকৌড়িটার ডানাদুটো মেলা
...

পাস-ওয়ার্ড

চেয়ার ফাঁকা রাখলে তাতে নাকি মাঝরাতে ভুত এসে বসে। প্রদোষ ফেসবুকে পড়েছে। তাই মাঝরাতে ল্যাপটপটা চেয়ারে রেখে শোয়। সেদিনও শুয়েছে। মাঝরাতে হঠাৎ শোনে তার ঠাকুমার গলা, "পাসওয়ার্ডটা কিরে?" প্রদোষ ঘুমের ঘোরেই বলে দেয়, 'অঞ্জনা জানু'।
...

পাখি

গাছের ডালটা যেভাবে দুলছিল, ভাবছিলাম পাখিটা বোধহয় উড়েই যাবে।
পাখিটা উড়ল না
মাথাটা আগু পিছু করে বসেই রইল
...

প্রদোষ রাত্রে একা থাকতে ভুতের ভয় পায়

প্রদোষ রাত্রে একা থাকতে ভুতের ভয় পায়। তাই রোজ রাতেই আলো জ্বেলে শোয়। সেদিন রাত্রে ক্লান্তিতে, তাড়াতাড়িতে আলো জ্বেলে শুতে ভুলে গিয়েছিল। মাঝরাতে ঘুম ভেঙে গেল।
...

প্রার্থনা করো

প্রার্থনা করো, প্রশ্ন কোরো না
ঈশ্বর নীরব থাকলেও, 
    সেবকরা নীরব থাকবে না
তারা প্রশ্নের উৎস খুঁজতে আসবে
...

প্রতিবন্ধকতা

জগতের রহস্যের গভীরে পৌঁছেছিলেন তো নিশ্চই। বিজ্ঞানের বিখ্যাত তত্ত্বদর্শীদের সাথে একাসনে তার নাম ভবিষ্যতে উচ্চারিত হবে তাও সত্যি। 
...

পায়ের ছবি না

পায়ের ছবি না। মুখগুলোর ছবি দেখতে চাই। জ্বলন্ত চোখগুলোর ছবি দেখতে চাইছি। ফাটা পা আবার জুড়ে যাবে। ছেঁড়া চটি আবার মেরামত হবে। হৃদয় ছিঁড়লে অভিশাপ লাগে।
...

প্রতিচ্ছবি

ছেলেটা চুপ করে রাস্তার একটা ধারে দাঁড়িয়েছিল। সে দূরে দেখছে একটা বুড়ি গাছের তলায় বসে ঝিমোচ্ছে। ছেলেটা ডানদিক বাঁদিক একবার দেখল, তারপর ছুটে গিয়ে বুড়িটাকে একটা লাথি মারলো। বুড়িটা হুড়মুড় করে রাস্তার ধারে গড়িয়ে পড়ল।
...

পুতুলপূজা

অবশেষে আমরা পুতুলপূজায় বিশ্বাসী - যেভাবেই হোক। সে লেনিন হোক আর শ্যামাপ্রসাদ। মূল কথা হল আমাদের পুতুল আর আমাদের আদর্শ সমার্থক। একটি নড়লে আরেকটা নড়ে যায়। আমাদের বাদবাকি দিকগুলো মানে একটা শিক্ষিত সভ্য সমাজে যেগুলো নিতান্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, সেগুলোতে আমরা চূড়ান্ত পর্যায়ে পৌছে গেছি। নিন্দুকে যাই বলুক না কেন।
...

প্রণাম

আমায় নীচে নামতে দিল না শ্রদ্ধা। ভগবানে না। বড় তে। মহতে। আমার থেকে যে ছোটো সে যখন পায়ে হাত দিয়ে আমায় প্রণাম করল, সে মনে করাল, আমার নিজের প্রতি নিজের একটা দায়িত্ব আছে। নিজেকে নীচে নামতে না দেওয়ার। নইলে তাকে ঠকানো হবে যে। প্রণামের পিছনে এতবড় একটা সত্য আছে। দায়টা ততটা প্রণতর না যতটা প্রণম্যর।
...

পালক

তোমায় মাছের বাজারে প্রথম দেখেছিলাম
একহাতে অকাল বর্ষণের জল সামলিয়ে, 
তুঁতে রঙের শাড়িটা বাঁ হাতে
  হরিণ মুদ্রায় একটু উঁচু করে তুলে ধীর পদক্ষেপে
...

পাখিটা

পাখিটা এক গাছের ডাল ছেড়ে আরেক গাছের ডালে উড়ে গেল। উড়ে যাওয়ার সময় একটা পালক এসে পড়ল মাটিতে। ঘাসের গায়ের সাথে গা লাগিয়ে শুলো। ঘাস তাকে বলল, নিজেই এলে? না তাড়িয়ে দিলো? 
...

প্যাকেজ-ধর্ম

তুমি তোমার মূর্খামিতে খাঁটি
এ নিয়ে নাই সন্দেহ
  কিন্তু তোমার মূর্খামির সাথে কি করে হাঁটি?
...

পারলে অন্য কিছু ভাবো

সবই কি ভালো লেগেছিলো ?
লাগে নি তো
তবু তো পসরা সাজিয়ে বসেছি রোজ 

উঠে যেতে ইচ্ছা তো করেছিল লক্ষবার
উঠিনি তো। পালাবো কার থেকে?
ভাগ্য আর মন
    পালালেও কি শান্তিতে থাকবে?
...