সৌরভ ভট্টাচার্য 26 October 2016 তীর্থযাত্রী ফিরে এসেছিল পথ হারায়নি দিক ভুলেছিলো সবাই বললে, কি দেখে ফিরলে? যাত্রী বলল- আমাকে চেয়ে সে নিজে নাকি এ সংসারেতেই এসেছিল বাইরে তবে বৃথা খোঁজা ভাই তাকে চিনতেই ফিরে এসেছি চেনাতেই যত ভুল ছিল Category কবিতা Log in or register to post comments6 views