এক চিলতে রোদ্দুর
ওর গায়ে মুখে এক চিলতে রোদ্দুর
আলোর বায়না মিটিয়েছে দুচোখের বিস্ময়
অন্ধকারকে শাসিয়ে বলেছে - 'হুস্'
দরজায় দাঁড়িয়ে থমকে গিয়ে
কি ভেবে পিছন ফিরেছে
ইতস্তত করা বাইরের জগৎটাকে
ডেকেছে তার ছোট্টঘরে,
অভয় দিয়ে বলেছে -
'জায়গা হবে না ভাবলি কি করে? - ধুস্'
(ছবিঃ দেবাশিষ বোস)
এড়িয়ে যাবে
এসেছি কি হেথা যশের কাঙালি
গতকাল থেকে তিনটে ভাষণ নিয়ে মিডিয়া তথা ফেসবুকে বহু উচ্ছ্বাস, স্তবস্তুতি শুনে আসছি। তিনটি ভাষণই বাগ্মীতায় বহু উচ্ছ্বাসপূর্ণ। বহু করতালি, বহু হাসাহাসি, বহু চিমটাচিমটি পরিপূর্ণ। কেউ আবেগের কথা বলেন, কেউ সবাই সমান হয়ে যাওয়ার সেই স্বপ্নটার কথা বলেন, কেউ মান-সম্মানের কথা বলেন।
কেউ আগাম ভারতবর্ষ পদ্মময়, কেউ লালময়, কেউ হাতময় দেখছেন।
এয়ারটেলীয় বিজ্ঞাপন
একবার আমার এক পরিচিত মানুষের সাথে গল্প করছি, খুব অসুস্থ উনি তখন, দুটো কিডনীই খারাপ। উনি মজা করে বলছেন, “জানো তো সাউথে গিয়েছিলাম চোখের চিকিৎসা করাতে শঙ্কর নেত্রালয়ে। কিন্তু হোল বডি চেক আপ করাতে গিয়ে যখন জানলাম যে আমার কিডনী দুটোই খারাপ এবং তাড়াতাড়ি বদলাবার ব্যবস্থা না করলে
একাকীত্ব
এবার কি কেউ এল? কেউ আসেনি, হে আমার সন্তপ্ত হৃদয়
হয়ত কোন পথিক ছিল, চলে যাবে অন্য কোথাও, তার নিজের পথে।
রাত ফুরিয়ে এলো, তারাদের আলোর মায়া হয়ে এলো ম্লান
প্রদীপের স্বপ্ন-শিখা কাঁপছে থরথর দুরন্ত হাওয়ায়
এক রবীন্দ্রনাথ শ্বাস নিতে পারি, বুকে এতটা জোর কই?
তখন আমি স্কুলে পড়ি। সেভেন কি এইট হবে। একদিন স্কুল থেকে ফিরে দেখি, বাবা ক্যাসেট প্লেয়ার নিয়ে এসেছেন। সাথে তিনটে ক্যাসেট। কণিকার, 'আমার না বলা বাণী', 'বাল্মীকি-প্রতিভা' আর যে লিঙ্কটা শেয়ার করলাম, এই ক্যাসেটটা - 'ছুটি' - প্রদীপ ঘোষ আর সুচিত্রা মিত্রের পাঠ, তার সাথে সুচিত্রা
একাকার
মাঝে মাঝে গন্তব্য আসার আগেই নেমে পড়ি,
মাঝপথে।
তারপর হাঁটতে হাঁটতে ভাবি, গন্তব্য কে ঠিক করেছিল?
আমি না ভবিতব্য?
জেদ চেপে যায়। দুজনের কথাই মানব না।
এবার একটু থামি
...
এত কিছু মনে রাখো কেন?
এত কিছু মনে রাখো কেন?
তোমার স্মৃতির শিকলে আটকে কিছুটা তুমি
কষ্ট পাচ্ছ
ভুলে যাবে?
এক, শূন্য, অসীম
তখন যে একটা আবর্ত তৈরি হয়
তাকে বলি শূন্যতা
তা যুক্তিহীনতা নয়
যুক্তির পরিপূর্ণতা
এগিয়ে এসো
সাঁকোটা দুলছে
তবু তো পেরোতে হবে
দু'দিকে হাত রাখার জায়গা নেই
ভারসাম্য বজায় রাখার দায়িত্ব শুধু তোমার
একলা এসো
একলা
এ সবের ঊর্দ্ধে আমার যে স্বাস্থ্য-সুস্থতা
...
একা একা
খুব নিষ্ঠুর মানুষেরাই একা একা বাঁচতে পারে। আমি পারি না। আমার একা বাঁচতে কষ্ট হয়। খালি দেওয়াল দেখতে ভালো লাগে না আমার। মন খারাপ লাগে। দেওয়ালের একটা পিঁপড়ে অন্তত খুঁজি।
এমন যদি হয়
এম এস শুভলক্ষ্মী ও কিছু কথা
এক মহাকাশ ব্যর্থতা
কখন যেন উঠতে উঠতে তেরো তলা অবধি উঠে আসলাম
আলো বাতাস আকাশ বদলালো না
মাটির সাথে দূরত্ব বাড়তে বাড়তে আমি বদলাতে লাগলাম
আমার গায়ে লাগল ঈর্ষার ঘুণ
বিষাদ শীতলতায় রক্ত চলাচল কম শরীরে
হাঁটতে চলতে ব্যথা এখানে ওখানে
অথচ এখনো অনেক তলা চড়লেও যেন চড়তে পারি
এ ভাবেই প্রেম বাঁচে
এতটাই
সেখানেই হোক শেষ ...
এসো
কেন এসেও এলে না?
আমি অন্যমনস্ক ছিলাম?
না তুমি ছিলে সংশয়ে?
একবার সব ছেড়ে এসো
মনে হবে
একদিন সব ছেড়ে গিয়েছিলে
এক্সপায়ারী ডেট
এক - একা
অন্ধ হাওয়া। দিশাহারা পাগলের প্রলাপ। অন্যমনস্ক চাহনি।
নিঃশব্দ কান্না। না আর্তনাদ? বড্ড অন্ধকার। বন্ধ চোখ। গভীরে আরো গভীরে হড়কে হড়কে নামা।
পায়ে বালি। অনাস্থা। সময়ের অপেক্ষা। নাকি অপেক্ষাই সময়?
...
এত
কতটুকু তার সত্য কথন?
এত হাত। এত শরীর। এত হৃদয়।
কটাই বা তার ছুঁলে সোনা হয়?
...
এক দুগুণে দুই
তুমি তীর। তুমি তট। তোমার একদিকেতে পাথুরে মন, আরেকদিকে স্রোতস্বিনী।
...
এদিকে টোটো পাওয়া যাবে
...
এমন হোক
ফেরার তাড়া না থাকুক
অপেক্ষায় আছি
আমার তাড়া নেই
এই জন্য
আমি এই জন্য তোমার কাছে আসি না,
যে তুমি ভীষণ ভালো বলে
আমি এই জন্য তোমায় ভালোবাসি না,
যে তুমি আমায় ভীষণ ভালোবাসো বলে
আমি এই জন্যে তোমার কাছে আসি,
কারণ তোমার কাছে এলে,
আমার নিজের ভালো হতে ইচ্ছা করে
একা
প্রতিটা মানুষ একা একা স্নান করে
ঢেউয়ে দোলে, নোনাজল খায়, সাঁতার কাটার চেষ্টা করে -
একদিন আমারও একজন 'মা' ছিল
একদিন আমারও একজন 'মা' ছিল
আজ নেই
একদিন আমিও শান্ত সুখী ছিলাম
আজ নই
একদিন আমারও একজন 'মা' ছিল
আজ নেই
একদিন আমারও খেলে পেট ভরত
একদিন আমারও শুলে ঘুম আসত
একদিন আমারও জামা নতুন হত
আজ কই?
একদিন আমারও একজন 'মা' ছিল
আজ নেই
একদিন আমারও চোখ শুকনো থাকত
আজ কই?
এর বেশি চাই কি?
সময় তো ফ্রেম নয়
তুমিও ফটোগ্রাফ নও
আমিও দেওয়াল নই
বরং একসাথেই গড়াই
গড়াতে গড়াতে বদলাই
বদলাতে বদলাতে ছোঁয়াছুঁয়ি খেলি
ছোঁয়াছুঁয়ি খেলতে খেলতে লুকোচুরি
এইটুকুই থাক
ধানক্ষেতের মধ্যখান দিয়ে যে রাস্তাটা গেছে
এটা এমনি মিছিমিছি লেখা
এটা এমনি মিছিমিছি লেখা। মনের মধ্যের কথাগুলো, চিন্তাগুলোকে বাইরে সাজিয়ে সাজিয়ে থাকে থাকে রাখা। না রাখলেও ক্ষতি ছিল না, তবু মাঝে মাঝে ভাঁড়ার ঘরের কোণে পড়ে থাকা অবহেলায় ধুলোমাখা ভাঙা সরাটা দেখলে যেমন মনটায় টুক করে একটা ব্যাথা লাগে, এও তেমন ধারা কথা।
এও আরেক দেবীপক্ষ
এও আরেক দেবীপক্ষ
"যে সব মহিলাদের দেখতে ভালো নয়, মানে সেই অর্থে সেক্স অ্যাপিল কম, তারাই নারীবাদী হয়ে মিছিল মঞ্চ করে বেড়ায়।"
বক্তা একজন মহিলা। তিনি জিজ্ঞাসিতা হয়েছিলেন, কেন এত সং এর মত সেজেগুজে কুমারটুলিতে পোজ দিয়ে ছবি তুলে তুলে ফেসবুকের পেজ ভরানো। সেকি পণ্য, না বিজ্ঞাপন?
এমন একটা ভোর আসুক
এমন একটা ভোর আসুক
বাড়ির পিছনের পুকুরটার পাড় ঘেঁষা
নারকেলগাছের সারির মাথা ছুঁয়ে উঠুক সূর্য
আমি দুটো ফুসফুসের
সবকটা কোষ ভরানো শ্বাস নিয়ে
সর্বান্তঃকরণে, নিঃসংশয়ে বলি-
"সবার মঙ্গল হোক"
এমনই থাক
এক আকাশ নিঃশব্দতা হঠাৎ হাতের মুঠো ছুঁয়ে গেল
মুঠো কুঁড়ির মত ফুটল নিঃশব্দে
কি আবেশে, বিবশ হয়ে
নীল ওড়না ঢেউয়ের মত স্পর্শ করল
অপরিচিত আঙিনায় পরিচিত আদর
আকাশ আর খোলা হাত পাশাপাশিই থাক
মুঠোর বাঁধন অতীত এখন