সৌরভ ভট্টাচার্য
6 October 2017
এই তো, মাত্র খানিক আগে
ধানক্ষেতের মধ্যখান দিয়ে যে রাস্তাটা গেছে
সেটা দিয়ে হেঁটে এলাম
ধানক্ষেতের মধ্যখান দিয়ে যে রাস্তাটা গেছে
সেটা দিয়ে হেঁটে এলাম
কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিলাম।
ভুল বললাম, দাঁড় করালো- চাঁদ।
বৈষ্ণবী কীর্তনীয়ার কপালে
বড় গোল চন্দনের টিপের মত,
ধরিত্রী সেজে আছে সাত্ত্বিক বেশে।
ভুল বললাম, দাঁড় করালো- চাঁদ।
বৈষ্ণবী কীর্তনীয়ার কপালে
বড় গোল চন্দনের টিপের মত,
ধরিত্রী সেজে আছে সাত্ত্বিক বেশে।
এত বিশাল আকাশে একটা মাত্র চাঁদ
কিছু কম মনে হল না তো?
চারদিকে ধানক্ষেতের মধ্যে যে আলো
তাতে স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না
তবু তাতে কম কিছু পাচ্ছি মনে হল না তো!
কিছু কম মনে হল না তো?
চারদিকে ধানক্ষেতের মধ্যে যে আলো
তাতে স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না
তবু তাতে কম কিছু পাচ্ছি মনে হল না তো!
এমন রহস্যময় সৌন্দর্যের মধ্যে ডুবতে ডুবতে খেয়াল হল
ইস্ত্রির দোকানটা তো বন্ধ হয়ে যেতে পারে তাড়াতাড়ি
ফিরতে হবে তো!
ইস্ত্রির দোকানটা তো বন্ধ হয়ে যেতে পারে তাড়াতাড়ি
ফিরতে হবে তো!
ফেরার পথে মনে হল
আমার ইস্ত্রির দোকান থেকে
প্রকৃতির এই অনাদি অকৃত্রিম সৌন্দর্য
সবটুকুই থাক,
আমার ইস্ত্রির দোকান থেকে
প্রকৃতির এই অনাদি অকৃত্রিম সৌন্দর্য
সবটুকুই থাক,
পরিমিতির মধ্যে যা পাই, তাই ঢের
বেশি চাইলেই হারিয়ে যাবে যে গো!
বেশি চাইলেই হারিয়ে যাবে যে গো!