Skip to main content
প্রতিটা মানুষ একা একা সমুদ্র দেখে
প্রতিটা মানুষ একা একা স্নান করে
ঢেউয়ে দোলে, নোনাজল খায়, সাঁতার কাটার চেষ্টা করে -
       সবটাই একা একা

তারপর কোনো একদিন শূন্যখোল শামুকের মত পড়ে থাকে সমুদ্রতটে, একা।

  যদিও সমুদ্রে অগুনতি ঢেউ
    তবু সব ঢেউ একা উঠে একাই ভাঙে


Category