Skip to main content
পাথুরে মন আর স্রোতস্বিনী মন। তুমি ভাবছ তুমি কোনটা?
 
তুমি তীর। তুমি তট। তোমার একদিকেতে পাথুরে মন, আরেকদিকে স্রোতস্বিনী।
 
স্রোতের জল ছিটকে যখন পাথরে এসে পড়ে।
  তুমি দৌড়ে যাও। আঁচল দিয়ে পাথর মোছাও।
 
পাথর কণা গড়িয়ে যখন স্রোতের জলে পড়ে
  তুমি পা ডুবিয়ে স্রোতে নামো। পাথর তোলো।
 
তুমি তটের উপর পাহারা দাও
সকাল সন্ধ্যে, শীত গ্রীষ্ম - তুমি ঘুমাতে পারো না। তুমি ঘুমাতে জানো না।
 
মন আগলানো সময় কাটছে
  পানকৌড়ি দু-পাখা মেলে সিক্ত পাখায় সূর্যস্নানে,
  তুমিই কেবল ছুটি পাও না
             মন ছাড়িয়ে পাখা ভাসিয়ে -
 
         যেতেই পারো। তবুও যাও না।
 
 

Category