এত কিছু মনে রাখো কেন?
তোমার স্মৃতির শিকলে আটকে কিছুটা তুমি
কষ্ট পাচ্ছ
ভুলে যাবে?
ভুলে যাবার জিনিস মনে রাখে বেশি করে মানুষ
ভুলো না। এগিয়ে এসো।
তুমি মুখ ফেরালে ওরা আপনিই যাবে শুকিয়ে
কুঁড়ি ফুল ফল বীজ - এ তো সময়ের ধারাপাত
নিজেকে বেঁধোনা ওতে
তোমার থাকা না-থাকায়
পাতা ওল্টানো বন্ধ হবে না সময়ের
তুমি সময়ের প্রবাহে একটা বুদবুদ
তোমার ক্ষণিক চেতনায় বিশ্ব সংসারের ছায়া
ওই বুদবুদেরই মত
দেখোনি বুদবুদের গায়ে আস্ত আকাশের ছবি!
সব মিলিয়ে যাবে
বুদবুদ মেলালে মহাসাগরে
তুমি মেলালে কালের সাগরে
সেদিনও থাকবে অনেক মানুষ
নতুন পুরোনোতে মিলিয়ে
বাসে ট্রেনে লাইনে মেলায় হাসপাতালে শ্মশানে
অযুত নিযুত মানুষ
কথা গান দ্বন্দ্ব কোলাহল কলহ
সব চলবে
থাকবে তুমিও
অতীতে
তাই বলছি
অতীতকে অতীতেই রেখে এসো
ভালো করে দু'হাত পাতো
এই মুহুর্তেই বাঁচো
সময়কে নাও কানায় কানায় ভরে
পুরাতনকে জলাঞ্জলি দিয়ে
সেই দু'হাতেই অঞ্জলি করে