সৌরভ ভট্টাচার্য
1 March 2017
সাঁকোটা দুলছে
তবু তো পেরোতে হবে
দু'দিকে হাত রাখার জায়গা নেই
ভারসাম্য বজায় রাখার দায়িত্ব শুধু তোমার
সব কালেই সাঁকোটা দোলে
কখনো কখনো ভীষণ দোলে
তবু তারই মধ্যে পেরোয় কিছু লোক
হারিয়েও যায় অনেকে, পিছলে গিয়ে
অথবা হড়কে, কোনো অসতর্ক মুহুর্তে
ভারসাম্য রাখো
পা দুটো সামলে, সামনের দিকে সোজা তাকাও
শ্বাসের গতি বাড়ে বাড়ুক
হৃৎস্পন্দন দ্রুত থেকে হোক দ্রুততর
ওরা থামবে না, যদি না পড়ে যাও
এগিয়ে এসো
নিয়তিও নীরব থাকে
যদি পা দুটোতে নিয়ন্ত্রণ না হারাও