Skip to main content
 
চারিদিক অন্ধকার। মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে। আকাশ ভরতি তারা। বড্ড দূর। অনড় অবিচল।
অন্ধ হাওয়া। দিশাহারা পাগলের প্রলাপ। অন্যমনস্ক চাহনি।
নিঃশব্দ কান্না। না আর্তনাদ? বড্ড অন্ধকার। বন্ধ চোখ। গভীরে আরো গভীরে হড়কে হড়কে নামা।
পায়ে বালি। অনাস্থা। সময়ের অপেক্ষা। নাকি অপেক্ষাই সময়?
একা মহাশূন্যে। মহাশূন্য একা।
একা মহাকালে। মহাকাল একা।
এক আমি। একা নই।
বিভক্ত আমি -
প্রতিটা খণ্ডে টুকরো টুকরো একাকীত্ব।
 

Category