সৌরভ ভট্টাচার্য
9 February 2018
এত শব্দ। এত বাক্য। এত বর্ণন।
কতটুকু তার সত্য কথন?
কতটুকু তার সত্য কথন?
এত হাত। এত শরীর। এত হৃদয়।
কটাই বা তার ছুঁলে সোনা হয়?
কটাই বা তার ছুঁলে সোনা হয়?
এত ধর্ম। এত ইজিম। এত দর্শন।
কতটুকু সরল প্রাণের স্পর্শন?
কতটুকু সরল প্রাণের স্পর্শন?
এত সুর। এত চলচ্ছবি। এত মনোরঞ্জন।
কতগুলো সয় কালের পেষণ?
কতগুলো সয় কালের পেষণ?
এত ভালোবাসা। এত আশ্বাস। এত ঘর বাঁধাবাঁধি।
সূর্যাস্তে রাঙা কটা হয় শেষ অবধি?
সূর্যাস্তে রাঙা কটা হয় শেষ অবধি?