সৌরভ ভট্টাচার্য
1 November 2017
সময় তো ফ্রেম নয়
তুমিও ফটোগ্রাফ নও
আমিও দেওয়াল নই
বরং একসাথেই গড়াই
গড়াতে গড়াতে বদলাই
বদলাতে বদলাতে ছোঁয়াছুঁয়ি খেলি
ছোঁয়াছুঁয়ি খেলতে খেলতে লুকোচুরি
এই তো ভালোবাসা
তুমি তো হলিউড নও
আমিও বলিউড নই
চার দেওয়ালে
বাজেট মিলিয়ে বর্ষা বসন্ত
এর বেশি আর চাই কি?