Skip to main content

যারা একে একে চলে যাচ্ছেন

একটা দাগ টানা থাকত
    বাংলা অক্ষর সীমারেখা টেনে বলত,
                   ওই যে অতদূর ছিল চূড়া
...

কক্ষপথ

ছিটকে গ্রহ সৃষ্টি হয়েছিল
কেউ কোনো কথা বলেনি
গ্রহপুঞ্জ দল বাঁধেনি,
   কক্ষপথের বাধ্যতা মেনেছিল
ধূমকেতু প্রশ্ন করেছিল -
...

খোলো

দুটো হাত মুঠো
    বহুক্ষণ হল,
        ঘাম জমছে
...

নইলে যে

হয়ত তুমি ফুলের মরসুমে জম্মাও নি
গত মরসুমের কয়েকটা শুকনো পাপড়ি
    প্রাণহীন কিছু শিকড়ই পেয়েছ হাতে
...

আরাম

মানুষের হিংসার দলিল
   সংগ্রহ করে কি হবে?
...

মিথ্যা

ঈর্ষা দরজায় নাড়া দিল।

দরজা খুলে বাইরে এলাম।
...

আমি তাদের মত

যারা নিজের কথার 
   কুয়াশায় নিজে ভিজে
নিজেই গা মুছে 
   রোদ্দুরে দাঁড়ায়
...

বুঝতে চাইছে

তুমি পাপড়ি ঝরা
   শূন্য হৃদয় বৃতি দেখেছ?
আকাশের দিকে তাকিয়ে আছে
        বোকার মত, অপ্রস্তুত
...

নৈর্ব্যক্তিক

তখন দৈনন্দিন সূর্যাস্তের সময়
পুবের অন্ধকার 
...

শহরটা

শহরটা তেমনই জীবন্ত
   স্মৃতি নয়, এই তো দাঁড়িয়ে সামনে
        যে সময় হারানো 
...
Subscribe to কবিতা