Skip to main content
 
 
সহযাত্রীর মত কথা বলো
   চালকের মত না
 
যখন তখন নেমে পড়তে পারো
  আমাকে তোমার সাথে নামতে
       অনুরোধ জানাতে চাইলে
            জানিও
অকারণ পীড়াপীড়ি
   বা জোর কোরো না
 
যেমন করি না আমিও
 
আমার কোনো গন্তব্য নেই
    কোন ছক কষা পথ
      বা সুপ্ত আকাঙ্খার
          ছটফটানি নেই
 
এই সব চারপাশ ঘিরে
  যা কিছু
মামুলি, মূল্যবান
   সব কিছু দেখতে দেখতে
      ফুরিয়ে যেতে যেতে
         কোনো এক মুহূর্তে
             কেউ বলে উঠবে -
                 ব্যস, নেমে পড়ো
 
নেমে যাব
   তুমি আছ কি নেই
       খেয়াল করব না
 
আমি চিরকাল জানি
সময় বুদবুদের ব্যাসার্ধ মনে রাখে না

Category