Skip to main content


একটি চমৎকার ফুল ফুটেছে বাগানে।

একজন সেই ফুল দেখে মুগ্ধ হলেন।

একজন কেন মুগ্ধ হলেন, কেন ফুলটি সুন্দর ইত্যাদির কারণ অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন।

আরেকজন ফুলটাকে চুরি করার মতলব করলেন।

আরেকজন ফুলটির ক্ষণস্থায়ীত্বতে বিমর্ষ হয়ে পড়লেন।

আরেকজন যিনি এর চাইতেও সুন্দর ফুল হতে পারে বলে কষে তর্ক বাধিয়ে দিতে চাইলেন।

আরেকজন আসলে কিছুই সুন্দর নয়, সবই ভ্রম, অসুন্দরের যন্ত্রণা থেকে ক্ষণিকের তৃপ্তিই যে সুন্দর - এ তত্ত্ব ব্যাখ্যা করতে তৎপর হয়ে পড়লেন।

ফুলটি ঝরে গেল।

মানুষগুলোও ঝরে গেল যে যার সময়ে।

বাতাস, মাটি, আকাশ, জল, আলো, আগুন

  মহাশূন্যে ভাসতে ভাসতে বলল, সব চাইতে বড় রহস্য কি জানো?

      সময়

যা নেই বলেই আছে। আবার আছে বলেই নেই। 'প্রমাণ শূন্যতা' - নিজে কোনো প্রমাণ নয়।

Category