সৌরভ ভট্টাচার্য
9 October 2019
কয়েক বাড়ির রান্না করতে করতে
এঁটো বাসন মাজতে মাজতে
যে মানুষটা বেলা দেড়টার সময়
নিজের বাড়ির ভাত চাপায়
এঁটো বাসন মাজতে মাজতে
যে মানুষটা বেলা দেড়টার সময়
নিজের বাড়ির ভাত চাপায়
তাকে সে জীবিকা বলে
সন্ধ্যেবেলা যখন এককাপ চা, একবাটি মুড়ি
টিভির সামনে হাত-পা এলানো শরীর
অভাবের কথা গোটানো মশারির মত
অবশ্যম্ভাবী
টিভির সামনে হাত-পা এলানো শরীর
অভাবের কথা গোটানো মশারির মত
অবশ্যম্ভাবী
তাকে সে জীবন বলে
সারারাত টালির উপর বৃষ্টি
ক্লান্তিহরা ঘুম
তার হাতের ঘেরে
শাঁখা সিঁদুরের কারণ
যে - সে
ক্লান্তিহরা ঘুম
তার হাতের ঘেরে
শাঁখা সিঁদুরের কারণ
যে - সে
একে সে সুখ বলে