Skip to main content
 
কয়েক বাড়ির রান্না করতে করতে
    এঁটো বাসন মাজতে মাজতে
       যে মানুষটা বেলা দেড়টার সময়
    নিজের বাড়ির ভাত চাপায়
 
    তাকে সে জীবিকা বলে
 
সন্ধ্যেবেলা যখন এককাপ চা, একবাটি মুড়ি
   টিভির সামনে হাত-পা এলানো শরীর
     অভাবের কথা গোটানো মশারির মত
         অবশ্যম্ভাবী
 
   তাকে সে জীবন বলে
 
সারারাত টালির উপর বৃষ্টি
   ক্লান্তিহরা ঘুম
     তার হাতের ঘেরে
       শাঁখা সিঁদুরের কারণ
              যে - সে
 
    একে সে সুখ বলে

Category