সৌরভ ভট্টাচার্য
5 September 2019
বিশ্বাস দাঁড়িয়ে ছিল একা
বিস্তীর্ণ প্রান্তরে
রাতের অন্ধকারে
একখণ্ড মাটির ঢেলা হয়ে
ভোর হল
আলো ফুটল
সে চোখ মেলে দেখল
আলোয় আলোকময় চারদিক,
বিশ্বাস
শ্রদ্ধা হয়ে উড়ে গেল
সাদা বকের মত
নীলাকাশে
গোধূলির আলো এসে পড়ল
সাদা ডানায়
দিনের শেষে,
শ্রদ্ধা
আনন্দ হয়ে
শিশিরের মত
পড়ল ঘাসের উপর
সারারাত ধরে নিঃশব্দে
পরেরদিন সকালে
সূর্যের আলো এসে দেখল
সারা বিশ্বচরাচর ছড়ানো মুক্ত
তারই আভায়,
আনন্দ
উপলব্ধির মুক্ত এখন
মাটির গন্ধ মেখে
পরিপূর্ণ
কানায় কানায়