Skip to main content
 
 
দেখো
অবিশ্বাস করার তো লক্ষকোটি প্রমাণ আছে
 
তবু বিশ্বাস
 
    একটা বেয়াড়া ইচ্ছার জেদ
 
    নইলে গুহার এবড়োখেবড়ো দেওয়ালে
       কি করতে বাইসন এঁকেছিলাম বলো?
          থাকতই না হয় সে দেওয়াল
                অমন পরুষ
 
সে বাইসন তো আর ডারউইনের নয়
   সে আমার
        বেয়াড়া বিশ্বাসের
          যে প্রমাণ চায় না
        চায় প্রাচীরহীন ক্যানভাস

Category