সৌরভ ভট্টাচার্য
4 October 2019
দেখো
অবিশ্বাস করার তো লক্ষকোটি প্রমাণ আছে
অবিশ্বাস করার তো লক্ষকোটি প্রমাণ আছে
তবু বিশ্বাস
একটা বেয়াড়া ইচ্ছার জেদ
নইলে গুহার এবড়োখেবড়ো দেওয়ালে
কি করতে বাইসন এঁকেছিলাম বলো?
থাকতই না হয় সে দেওয়াল
অমন পরুষ
কি করতে বাইসন এঁকেছিলাম বলো?
থাকতই না হয় সে দেওয়াল
অমন পরুষ
সে বাইসন তো আর ডারউইনের নয়
সে আমার
বেয়াড়া বিশ্বাসের
যে প্রমাণ চায় না
চায় প্রাচীরহীন ক্যানভাস
সে আমার
বেয়াড়া বিশ্বাসের
যে প্রমাণ চায় না
চায় প্রাচীরহীন ক্যানভাস