সৌরভ ভট্টাচার্য
12 September 2019
যখন ঈশ্বর শূন্যের মত অনন্ত
যখন মানুষ অবাস্তবের মত বাস্তব
যখন নিজে বলতে বিমূর্ত কিছু একটা
তখন উস্তাদ আমির খাঁকে বলি
আছ?
আমিরি কণ্ঠ জেগে ওঠে
ঈশ্বর সাদা বকের মত
ডানা ঝাপটিয়ে নীড়ে ফেরে
মানুষ ছায়া কায়ায় মিশে কড়া নাড়ে
দরজায়, বিলম্বিত লয়ে
নিজেকে মনে হয়
শিশিরের মত
ঝরে চলেছি নিঃশব্দে
মহাকালের আঙিনায়
সেই কবে থেকে!
হারাইনি কিছু,
কিছুই হারায় না