সৌরভ ভট্টাচার্য
26 September 2019
এমন যদি হত
হঠাৎ করে আমার চারপাশটা হত সমুদ্র
কিম্বা আর না হোক
বিশাল একটা দীঘি হয়ে যেত
হঠাৎ করে আমার চারপাশটা হত সমুদ্র
কিম্বা আর না হোক
বিশাল একটা দীঘি হয়ে যেত
আমি ডুব সাঁতারে ডুবে
তোমার হাতের আড়ালে গিয়ে উঠতাম
তোমার হাতের আড়ালে গিয়ে উঠতাম
আমার ভিজে দু'চোখ বন্ধ
তোমার ঠোঁটের বুকেতে নিজেকে ডুবিয়ে
তলিয়ে যেতে যেতে
সমস্ত সময় নিতাম শুষে
এক চুমুকে
তোমার ঠোঁটের বুকেতে নিজেকে ডুবিয়ে
তলিয়ে যেতে যেতে
সমস্ত সময় নিতাম শুষে
এক চুমুকে
তোমার মগ্ন দু'চোখ
তাকিয়ে আছে
আমায় নিংড়ে
তাকিয়ে আছে
আমায় নিংড়ে
একটা প্রশ্ন
করব বলেই লুকিয়ে আসা
করব বলেই লুকিয়ে আসা
"কতটুকু প্রাণ বাকি আছে আর
তোমায় দেবার?"
তোমায় দেবার?"