Skip to main content

বাসস্থান

বারবার খসে পড়া আঁচলটা কাঁধে তুলে নিতে নিতে
     যে মানুষটার একবারও একটা শব্দও আলটপকা উচ্চারিত হল না,
     দুই মলাটের বাইরে
...

তুচ্ছতার ভার

তুমি কথা বলোনি
    মানে বলতে পারোনি হয় তো
তোমার তো অনেকরকম ব্যস্ততা
...

অরূপকথা

জিভ আর কলম ভ্রমণে বেরিয়েছে,
সামনে চলেছে দরদী পেয়াদা
      রক্ষাকবচ,
...

অর্থহীন বুলি

আমিও ছিলাম
  পিছনে
    অনুরাগী অনুসরণকারী
...

মাছি

আমরা কেউ কারোর বন্ধু নই
  পাশাপাশি দাঁড়িয়ে আছি
          এই
...

ভরসা

ভরসা তবে কি?

সেকি নদী?

   পাথর?

     না আকাশ?
...

খামোখা

কতটা জোরে দৌড়েছিলে?
কতটা ছিল পেশীর জোর?
কত নির্ভুল ছিল প্রতিটা পদক্ষেপ?
...

নিঃশব্দে

নিঃশব্দ শিশিরধারা
যেমন শুকিয়ে যাওয়াও নিঃশব্দে
      আড়ম্বরহীন, উদাসীন
...

যাক গে!

হইহট্টগোল ডামাডোলের মধ্যে মন বেচারা থতমত খেয়ে বসে।
ইশারায় ডাক দিলাম,
  বললুম, ইদিকে আয়
...

ব্যস

সহযাত্রীর মত কথা বলো
   চালকের মত না

যখন তখন নেমে পড়তে পারো
...
Subscribe to কবিতা