সৌরভ ভট্টাচার্য
5 April 2020
এ সব চুকেবুকে গেলে
একদিন যখন পূর্ণিমায়
আস্ত গোল পুরোনো চাঁদটা
আবার উঠবে
একদিন যখন পূর্ণিমায়
আস্ত গোল পুরোনো চাঁদটা
আবার উঠবে
আবার কেউ যখন
একটা নিবিড়
চুম্বনের প্রত্যাশায়
বিনিদ্র রাত জাগবে
একটা নিবিড়
চুম্বনের প্রত্যাশায়
বিনিদ্র রাত জাগবে
সেদিন কেউ মনে রাখবে না
আমরা সবাই মিলে
একদিন
অনেকদিন ধরে
মৃত্যু মিছিল
থেকে নিজেকে বাঁচাতে
কি মরিয়া হয়ে লড়েছিলাম
আমরা সবাই মিলে
একদিন
অনেকদিন ধরে
মৃত্যু মিছিল
থেকে নিজেকে বাঁচাতে
কি মরিয়া হয়ে লড়েছিলাম
সবাই ভুলে যাবে
যেমন আমরাও ভুলে গিয়েছিলাম
অতীতকে মৃত ইতিহাস ভেবে
যেমন আমরাও ভুলে গিয়েছিলাম
অতীতকে মৃত ইতিহাস ভেবে