সৌরভ ভট্টাচার্য
6 March 2020
অনেকবার মাঝপথ থেকে ফিরে এসেছি
নিজেকে বুঝিয়েছি
"যেতে চাইনি তো"
"যেতে চাইনি তো"
তারপর
পৌঁছাতে না পারার কষ্টটাকে বুনে বুনে
কোকুন বানিয়েছি
একটা প্রজাপতি হওয়ার অপেক্ষায়
পৌঁছাতে না পারার কষ্টটাকে বুনে বুনে
কোকুন বানিয়েছি
একটা প্রজাপতি হওয়ার অপেক্ষায়
কতবার হল এমন
প্রজাপতি হল কিনা?
ধুর পাগল, তাই হয় বুঝি?
তা বলে কি কোকুন বানানো বন্ধ করেছি?
কক্ষণো না
ওরাই তো আমার সম্পদ,
আমার অরণিকাষ্ঠ
কক্ষণো না
ওরাই তো আমার সম্পদ,
আমার অরণিকাষ্ঠ
আকাশ আর আমি দুজনেই অপেক্ষায় আছি
ছাই হয়ে ওড়ার,
কোকুন সমেত
ছাই হয়ে ওড়ার,
কোকুন সমেত