Skip to main content
 
যে মানুষটা জ্ঞান হওয়া ইস্তক শিখল
   যেন তেন প্রকারেণ সব্বাইকে হারিয়ে
       সামনে এসে দাঁড়াতে হয়,
           প্রথম হতে হয়
 
এবং জীবন যুদ্ধে অন্যকে না হারালে
   নিজের জায়গা পাওয়া যায় না
      কেউ জায়গা ছেড়ে দেয় না
 
সে আজ হঠাৎ শুনল
   মুদির দোকানে সব নিজে একা কিনতে নেই
        একা নিজেকে সুরক্ষিত করতে নেই
 
সে হকচকিয়ে গেল
 
আউট অব সিলেবাস
   জীবনে নতুন কিছু নয়
 
তবু সমস্ত সঞ্চয়কে
      অতিসঞ্চয় করে
জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল
   শালা ভণ্ডের দল
        লুজার হ্যাজ অনলি ওয়ান এক্সকিউজ -
             মর‍্যালিটি
                 ফাক অফ!

Category