Skip to main content
 
চৌকাঠের শাসন
জানলার আদর
ছাদের অভিসার
 
দূরের শব্দ
কাছের আওয়াজ
স্বপ্ন ছেঁড়া আলো
 
আগামীকাল
যেমন গতকাল
আজ কতজন,
         জানো?
 
বরফ গলছে
প্রকৃতি স্নানের ঘরে
কাপড় ছাড়ছে
 
এখনই নিকানো উঠোন
হাঁটা বারণ
ইস্তফা দাও, সরো
 

Category