সৌরভ ভট্টাচার্য
20 February 2020
ঈশ্বর তোমার অপলক দৃষ্টি
আমায় ডাকো কেন?
আমায় ডাকো কেন?
সেদিন ডেকো আমায়
যেদিন তোমারও চোখে পড়বে পলক
যেদিন তোমারও চোখে পড়বে পলক
সেদিন আমার বন্ধ পলকে
আটকানো জলের আকুলতা বুঝবে
আটকানো জলের আকুলতা বুঝবে
সেদিন তুমি আমি সারারাত সমুদ্রের ধারে বসব
ঢেউ ভাঙা জলে পা ভিজিয়ে
অপলক তাকিয়ে থাকা তারাদের জন্য
প্রার্থনা করব সজল পলকের
ঢেউ ভাঙা জলে পা ভিজিয়ে
অপলক তাকিয়ে থাকা তারাদের জন্য
প্রার্থনা করব সজল পলকের