Skip to main content

আমিও ভেবেছিলাম
  জীবন মানে
এক ঝুড়ি নানা ফলের মত বিকল্প
  এক সাজি নানা ফুলের মত অনেক
    বেছে নাও সময় সুযোগ মত
      কি চাও, কতটা চাও, কখন চাও
        সম্ভাবনার কোনোখানে নেই ইতি

পরে আমিও বুঝলাম
  জীবন মানে
বিকল্পহীন নতি

 নিয়তি?

সংজ্ঞা জানি না
  যেতে যেতে শুধু এটুকু বুঝেছি
    আবার যদি হত শুরুর থেকে শুরু
      আবার হত -
        একই ভুল
          একই ইচ্ছা
            একই হার-জিতে
              একই লাভ-ক্ষতি

গড়িয়ে নামা পাথর যে গো
  বিকল্প নেই
   প্রবল বেগে আত্মহারা,
       নতির দিকে গতি

স্বাধীনতা মানে অন্ধকারে যতি

Category