Skip to main content
 
চাষী ঘরে বসে কাজ করতে পারে না
শ্রমিক ঘরে বসে কাজ করতে পারে না
 
এবং মানুষ না খেয়ে বেঁচে থাকতে পারে না
 
এই কথাটা যেন ভাইরাসটার কানে না পৌঁছায়
 
তবে কি হবে বলো তো?
  একদিন মজুত খাবার শেষ হলে
      কয়েক লক্ষ টাকা দিয়ে
         দুমুঠো চাল কিনে আনার সময়
            সে আমার কানের কাছে এসে বলবে -
 
       “দুয়ো”!
 
তখন যাদের মাথায় ঘাড়ে পিঠে হাতে পায়ে
     পাছায় লিঙ্গে হৃদয়ের উপর দিয়ে
অনায়াসে জোর কদমে পা চালিয়ে চালিয়ে হেঁটে এসেছিলাম
 
তাদের কঙ্কালগুলোর পাশে শুতে এমন লজ্জা লাগবে না!
   মানে, যা এক্কেবারে কহতব্য নয়!

Category