Skip to main content
 
তোমরা বলো বসন্ত মানে
   পলাশ, আবীর, শিমূল
     ভালোবাসা ভালোবাসা
 
আমার কিন্তু এখনও
  বসন্ত মানে
"পড়তে বোসো, সামনে পরীক্ষা"
     স্লো স্পিডে ঘোরা ফ্যানের মাতব্বরি
       মাঝে মাঝে গরম দখিন হাওয়া
          প্রেমের কুঁড়িতে দাপিয়ে বেড়ানো
               অ্যানুয়াল পরীক্ষার শুঁয়োপোকা
 
তুমি বলবে, এ সব তো স্মৃতি, এখন মিছে কথা!
  মাইরি বলছি, ভুলিনি কিচ্ছু
    সমস্ত ছাত্রছাত্রী সমেত
    আমার ফি বসন্তে
        সেই একই মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকের যাঁতা

  বলি দু চারটি প্রেমের আবীরে মাতব,
      ললাট বলে
         সময় কোথা... সময় কোথা...
 
তায় আবার করোনা ভরা এ বসন্ত
    অমন রঙিন ওষ্ঠে
        মুখোশ আড়াল ব্যথা
 
ওহে কেষ্টর দল
    গোপীকূলকে
          সামলে রেখো বাছা

Category