Skip to main content

তবু থেকো

আবর্জনার স্তূপে পড়ে থাকা ভাঙা কাঁচে
  মহাকাশের নক্ষত্রের প্রতিফলন দেখেছি
...

এ মাটি

তোমার মত আমিও দেখছি

বদলে যাওয়া মুখ
বদলে যাওয়া স্লোগান
...

অবিচল

দড়ি খুলে দাও। ভেসে যাক।
  ফেরার হলে ফিরবেই
     অন্যথায় 
...

শুনছেন

- নাচছে না কেন?
- কেন নাচব?
- বা রে, এতবড় মিউজিক সিস্টেম চলছে শুনছেন না?... কালা?
...

অন্ধ যেন না দেখায় পথ

একদিন উদগীত হয়েছিল 
 
দুই নাই। দুই ভ্রম। 
 
এক সত্য। এক অস্তিত্ব। 
...

কোনো মানুষ

মানুষটা অবশেষে সফল হল 
সব ব্যর্থ মানুষদের দেখল, যেন পোকার মত বেচারা।
   মুখে বলল, তোমারও হবে, এ আর এমন কি!
...

আমি

কোনো প্রশ্ন নই

কোনো উত্তর নই

ব্যাখ্যা খুঁজো না
...

নদী মাঝি

বৃদ্ধ মাঝিকে বললাম, মাঝি নদীর গল্প বলো। ঝড়ের কথা, শীতের রাতের কথা, বর্ষার কথা।
মাঝি বলল, তার বিয়ের কথা,
...

গন্তব্য

আমি বলেছিলাম, আর কতটা পথ?

তুমি বুঝলে, আমি ক্লান্ত

বললে, এই তো গন্তব্য
...
Subscribe to কবিতা