সৌরভ ভট্টাচার্য
13 July 2020
সিরিয়াস হবে? অতটা সাহসী কি তুমি?
এমন সব জটিল প্রশ্ন নিজেকে একা একা করবে?
একা একা উত্তর খুঁজবে?
উত্তর না পেলে
একা একা বিফলতা বহন করবে?
একা একা উত্তর খুঁজবে?
উত্তর না পেলে
একা একা বিফলতা বহন করবে?
তাই কি হয়?
তার চাইতে কিছু রেডিমেড বাজারে উত্তর
বাজারে ব্যাখ্যায় ড্রয়িংরুম সাজিয়ে নাও
একটু দেখে শুনে বেছে নিও
বাতিল উত্তর, বাতিল ব্যাখ্যা
সস্তায় পেলেও নিও না তা বলে
বাজারে ব্যাখ্যায় ড্রয়িংরুম সাজিয়ে নাও
একটু দেখে শুনে বেছে নিও
বাতিল উত্তর, বাতিল ব্যাখ্যা
সস্তায় পেলেও নিও না তা বলে
কিম্বা কোনো একদিন যদি
কোনো অঘটনে
সত্যিই সিরিয়াস হও
দেখবে
তোমার ভিতরে একটা পাতালপুরী
উত্তর খুঁজতে গভীরে নামবে
অতীতে ঢুকবে
ভবিষ্যতের হিসাব করে তো জুয়াড়িরা
কোনো অঘটনে
সত্যিই সিরিয়াস হও
দেখবে
তোমার ভিতরে একটা পাতালপুরী
উত্তর খুঁজতে গভীরে নামবে
অতীতে ঢুকবে
ভবিষ্যতের হিসাব করে তো জুয়াড়িরা
সেদিন বুঝবে,
আসলে যা চাই
তা হল - সত্য
আসলে যা চাই
তা হল - সত্য
যদিও পাবে না
তবু সে দিকে হাঁটাটাই
আত্মসম্মান
তবু সে দিকে হাঁটাটাই
আত্মসম্মান