Skip to main content
 
আকাশটা গুটিয়ে
খাটের তলায় রেখে দিয়েছি
   ট্রাঙ্ক বন্ধ করে
 
আমায় কেউ বাইরে খেলতে ডাকলে বলছি,
   না যাব না, বাইরে মাঠ কই?
      বৃষ্টির জলে ডুবে পুকুর হয়ে গেছে না?
 
চালুনির মত ভাবনাগুলোয়
     কিচ্ছু ধরে রাখা যাচ্ছে না
জানি তো
  এই রাস্তাটা সোজা যেতে যেতে
        একটা মস্ত বড় বাঁক নেবে
তারপর এই রাস্তাটাকে
   এর সমান্তরাল রাস্তায়
       ফিরতি পথে হাঁটতে হাঁটতে
           দূর থেকে দেখতে দেখতে
              একটা অন্ধকারে মিলিয়ে যাব
 
বুকের ভিতর দড়ি বাঁধা বালতি পড়বে
    ঝুস!
জল ভরবে বালতিতে ভক ভক করে
  অপেক্ষা করবে দড়িতে টান পড়ার,
কেউ টানবে না।
 
বালতিটা দড়িশুদ্ধ
 ডুবতেই থাকবে
   ডুবতেই থাকবে
        ডুবতেই থাকবে
 
বুকের ভিতর পাপড়ি মেলছে তখন অন্য আকাশ
      হয় তো তার গায়ে
         আমার ট্রাঙ্কের ন্যাপথলিনের গন্ধ!

Category