সৌরভ ভট্টাচার্য
13 June 2020
রাস্তায় ঘাটে কি বানিয়েছ?
জালিয়ানওয়ালাবাগ
রাস্তাঘাটে মরছে কারা?
ঘরে ফিরছে
তবু যারা!
তবু যারা!
মরছে দেখো
জল না পেয়ে
মরছে দেখো
না খেতে পেয়ে
মরছে দেখো
ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে
জল না পেয়ে
মরছে দেখো
না খেতে পেয়ে
মরছে দেখো
ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে
জালিয়ানওয়ালাবাগ?
তবে তোমার বন্দুক কই?
এই তো দেখো - উদাসীনতা
তবে তোমার বন্দুক কই?
এই তো দেখো - উদাসীনতা
গুলি কই?
এই তো দেখো - গায়ে মাখি না
এই তো দেখো - গায়ে মাখি না
কামান কই?
এই তো দেখো - হিসাব রাখি না
এই তো দেখো - হিসাব রাখি না
কুয়োটা কোথায়?
এই তো দেখো - মনে রাখি না
এই তো দেখো - মনে রাখি না
সেই উঁচু খুব পাঁচিল কোথায়?
উত্তর নেই
উত্তর নেই
মৃত্যুসাক্ষী রাস্তা বলল,
দেখা যায় না
পাঁচিল জেনো
নিঃস্বজনের অসহায়তায়
দেখা যায় না
পাঁচিল জেনো
নিঃস্বজনের অসহায়তায়