সৌরভ ভট্টাচার্য
12 July 2020
যারা বলে গেলেন
সর্বভূতে ঈশ্বর আছেন
সর্বভূতে ঈশ্বর আছেন
তারা অসম্পূর্ণ কথা বলে গেলেন
সম্পূর্ণ কথাটা হল -
সর্বভূতে ঈশ্বর থাকলেও
সর্বভূত তো আর ঈশ্বরে নেই
সর্বভূতে ঈশ্বর থাকলেও
সর্বভূত তো আর ঈশ্বরে নেই
এই একটা ভুল কথায়
কতজন মিথ্যা নাস্তিক হল
কতজন মিথ্যা আস্তিক হল
কত যুদ্ধ হল, কত জল্পনা হল
কতজন মিথ্যা নাস্তিক হল
কতজন মিথ্যা আস্তিক হল
কত যুদ্ধ হল, কত জল্পনা হল
অথচ কেউ সত্যি সত্যি
কুয়োতে বালতি ফেলল না
জলও তুলল না
কুয়োতে বালতি ফেলল না
জলও তুলল না
কেউ বলল,
মাটির নীচে ভর্তি জল
কেউ বলল, মিছে কথা,
শুধুই পাথর আর পাথর
মাটির নীচে ভর্তি জল
কেউ বলল, মিছে কথা,
শুধুই পাথর আর পাথর