সৌরভ ভট্টাচার্য
14 July 2020
একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।
তারপর তা ব্রেকিং নিউজ।
তারপর তা নিয়ে বিতর্ক সভা।
তারপর তা সোশ্যাল মিডিয়ায় ট্রেণ্ড।
তারপর তা মিম।
তারপর তা বিস্মরণ
স্মৃতির বিসর্জন।
স্মৃতির বিসর্জন।
...........
আবার কিছু ঘটার অপেক্ষা.....
মাঝে
গিভ মি আ ব্রেক....
গিভ মি আ ব্রেক....
নিস্তব্ধতা.... নিস্তব্ধতা...
কারা যেন অপেক্ষা করে আছে
শকুনের মত, শিকারীর মত...
শকুনের মত, শিকারীর মত...
কারা যেন এরই মধ্যে কাজ করে চলেছে
নিঃশব্দে...
চলেছে... চলেছে.... চলেছে....
তুমি কোথায়,
শুনতে পাচ্ছ?
শুনতে পাচ্ছ?
কোথায় দাঁড়িয়ে আছ?
নাকি ঘুমিয়ে পড়েছ?
নাকি ঘুমিয়ে পড়েছ?