Skip to main content
 
আমি তো
তোমার
মুখোশগুলোকেও
        ভালোবেসে ফেলেছি
 
এবার কি করবে?
 
ওগুলো বাজারে বেচে
   মুখটা ধুয়ে পরিষ্কার হয়ে আসবে?
 
নাকি
এ শহর ছেড়ে পালাবে
 
      খুঁজবে নতুন কাউকে
        যে কাঁচা রঙে হাত ডুবিয়ে
            সঙ্কুচিত অপ্রস্তুত,
              বলবে
            "বুঝতে পারিনি"

Category