সৌরভ ভট্টাচার্য
29 June 2020
ঠিক বাইরে না
ভিতরে ঘুণ ধরা দেখছি
যে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে
সে আমি নই
আমারই অবয়ব যেন
কিছুটা গড়েছি নিজে,
কিছুটা গড়েছে সময়
ভাগ্যের ছদ্মবেশে
ভিতরে ঘুণ ধরা দেখছি
যে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে
সে আমি নই
আমারই অবয়ব যেন
কিছুটা গড়েছি নিজে,
কিছুটা গড়েছে সময়
ভাগ্যের ছদ্মবেশে
সে যত ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে
আমার পাখায় বাড়ছে রক্তস্রোতের বেগ
আমার পাখায় বাড়ছে রক্তস্রোতের বেগ
সমস্ত অবয়বটা শূন্য হয়ে গেলে
উড়ে যাব
এ স্বপ্ন না
আমার অবশ্যম্ভাবী পরিণতি
আমার অবশ্যম্ভাবী পরিণতি