Skip to main content
 
তোমার মুখের জায়গায় দেবতার মুখ
 
তোমার ছবির জায়গায় মহাপুরুষের ছবি
 
তোমার নাম। তোমার কীর্তি। তোমার সংসার।
 
দেবতার মুখোশে ঢাকা।
 
ঈশ্বরকে তুমি অপহরণকারী বানিয়েছ।
 
অথচ যেখানে গোপন আত্মনিবেদন হতে পারত
      আত্মপ্রসন্নতা।
 
যিনি অস্তিত্বজ্ঞাপন বিমুখ
 
তিনি পণ্য ভক্তির অঙ্গসজ্জা বিলাসে হলেন
 
আত্মাহীন। মিথ্যা।
 
তোমার মত।

Category