Skip to main content

ব্যস

সহযাত্রীর মত কথা বলো
   চালকের মত না

যখন তখন নেমে পড়তে পারো
...

সে

কয়েক বাড়ির রান্না করতে করতে
    এঁটো বাসন মাজতে মাজতে
       যে মানুষটা বেলা দেড়টার সময়
...

বিশ্বাস

দেখো
অবিশ্বাস করার তো লক্ষকোটি প্রমাণ আছে

তবু বিশ্বাস
...

বাকি আছে আর?

এমন যদি হত
   হঠাৎ করে আমার চারপাশটা হত সমুদ্র
           কিম্বা আর না হোক
...

নতুন স্রোতে ফেরে

বিদ্বেষ এখন সুনিশ্চিত যুগচালক
দ্রৌপদী থেকে নাদিয়া মুরাদ
   মানুষ থেকে শরীর হতে হতে
...

প্রমাণ শূন্যতা

একটি চমৎকার ফুল ফুটেছে বাগানে।

একজন সেই ফুল দেখে মুগ্ধ হলেন।

একজন কেন মুগ্ধ হলেন, কেন ফুলটি সুন্দর ইত্যাদির কারণ অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন।
...

আমিরি

যখন ঈশ্বর শূন্যের মত অনন্ত
যখন মানুষ অবাস্তবের মত বাস্তব
যখন নিজে বলতে বিমূর্ত কিছু একটা
...

মেঘদূতের অপেক্ষায়

কতটা দূরেই বা দাঁড়িয়েছিল

  এক হাত হবে

ব্যস্ত রাস্তায়
...

রূপান্তর

বিশ্বাস দাঁড়িয়ে ছিল একা
   বিস্তীর্ণ প্রান্তরে
      রাতের অন্ধকারে
          একখণ্ড মাটির ঢেলা হয়ে
...
Subscribe to কবিতা