Skip to main content

ইউপি বলেই কি চুপ করে আছি?
প্রশ্নরাও তো কখনও কখনও ক্লীবের মত আচরণ করে।

বারবার নিজের বুকের দরজায় কড়া নেড়ে মরছি - কই গো ঘুমিয়ে পড়লে? মেয়েটার জিভ কেটে, চোখ উপড়ে মেরে ফেলল যে, ঘুমিয়ে পড়লে?

ঘুমের ভিতরে জেগে আছি
কেউ যেন না বলে দেয় আমি জেগে
কেউ যেন আমার ডাকাডাকি না করে
আমার এখন ভীষণ অসুখ, মহামারী
ওসব অশিক্ষিত রাজ্যের বর্বরতা
 বললে তো অনেক কিছুই বলে যেতে পারি
ওসব আদতে আমাদের মাথাব্যথার খবর নয়
  এসব সোশ্যাল মিডিয়ার কারসাজি

আমার শান্ত শ্রান্ত বিষণ্ণ জীবনে ইম্পোস্টার
  যাই দুদণ্ড ছাদে হেঁটে আসি
কত কিছু হজম করে দিলাম হেঁটে হেঁটে
     চাপা ঢেকুরে
আর সব তো ছুটকোছাটকা বিবেকের তোলাবাজি

Category