সৌরভ ভট্টাচার্য
21 September 2020
আমার অস্তিত্বকে
কোনো বিশ্বাস, কিম্বা মতবাদের কাছে বন্ধক রাখিনি
আমার অস্তিত্বকে
আমার সামনে হেঁটমুণ্ড করেও দাঁড় করিয়ে রাখিনি অনন্তকাল,
ছুটি দিয়েছি
আমার অস্তিত্বকে
কোনো অসংগত অসম্ভব প্রশ্নে বিব্রত করিনি রাতদিন
কোনো অন্ধগলি উত্তরে জড়িয়ে কারারুদ্ধও করিনি
আমার অস্তিত্বকে
লোভী দাম্ভিক শিকড়ের মত, গোপনে
এর ওর অনবধানতার সুযোগ নিয়ে চারিয়ে দিইনি কৌশলে
আমার অস্তিত্বকে
দাবিহীন, লক্ষ্যহীন,
আপনমনে বয়ে যাওয়া নদীর মত রেখেছি গোত্রহীন
সময় একবার জিজ্ঞাসা করেছিল আমায়
"ভয় করে না আমায়?"
বলেছিলাম, না।
যার ধ্যানে জন্ম তোমার
আমার অস্তিত্বের আলো যে
তারই হাতে জ্বালা!
একই সত্যে, একই মাধুর্যে