সৌরভ ভট্টাচার্য
4 September 2020
আমি কোনো মানুষকে আমার আদর্শ মানুষ বলি না।
কেন বলব?
কেন তাকে তার সমস্ত অসম্পূর্ণতা থেকে বঞ্চিত করে,
তার সমস্ত ভুলগুলো থেকে সরিয়ে
তার মানুষ হয়ে জন্মানোর মৌলিক বৈশিষ্ট্যগুলো তছনছ করে দেব?
আমার বায়না মেটাব বলে? দিই না।
না, এতটা স্বার্থপর হই না। তাই কাউকেই আমার আদর্শ মানব বলে উঠতে পারি না।
তবে আদর্শ মানব বলে কি কিছু হয় না?
হয়, তাই জন্যেই তো শৈশবের রাজপুত্রের গল্প শোনে যারা বৃদ্ধ বয়সে, তাদের মাঝে গিয়ে, হঠাৎ করে -
"আমি ওসব মানি না" বলে চীৎকার করে উঠি না।
তা বলে আমার শৈশবের রাজপুত্রের ভাঙা প্রাসাদে
কোনো অলীক পাঁচিল তুলি না
আকাশকুসুম বুনি না
আদর্শ মানব বলে কাউকেই তাই ডাকি না।