Skip to main content

তোমাতে আমাতে

   পাশাপাশি দাঁড়ানোতে

এখনও অনেক ফাঁক

 

সে ফাঁক দিয়ে

  ঢুকে পড়ছে

     অনেক বেনোজল

        অনেক অন্ধকার

            অনেক দুর্গন্ধ

 

এসো

  একটা মানবশৃঙ্খল গড়ি

     সতর্ক থাকি আগুন জ্বালানো অতন্দ্র প্রহরায়

        সহমর্মিতায় হাতের দৈর্ঘ্য শরীর ছাপিয়ে বাড়ে

 

আবার জাগছে

প্রাচীন যুগের আদিম টান

     শুনতে পাচ্ছ না?

শিকারে বেরিয়েছে ওরা আবার

   অসতর্ক শিকার খুঁজছে জঙ্গলের আনাচে-কানাচে

 

এসো আবার সতর্ক হই

আবার শৃঙ্খলা গড়ি

        সু সভ্যতার

নেতিবাচক সব ধূর্ত শিয়াল

   ওদেরই অনুচর

দূর করে দাও

      শৃঙ্খলা গড়ি আবার

         হৃদয়ে হৃদয়ে

          ছেঁড়া সুতোগুলো, এসো,

                 আবার জুড়ি

      এখনও আছে সময়

              জাগো

Category