সৌরভ ভট্টাচার্য
30 September 2020
তোমাতে আমাতে
পাশাপাশি দাঁড়ানোতে
এখনও অনেক ফাঁক
সে ফাঁক দিয়ে
ঢুকে পড়ছে
অনেক বেনোজল
অনেক অন্ধকার
অনেক দুর্গন্ধ
এসো
একটা মানবশৃঙ্খল গড়ি
সতর্ক থাকি আগুন জ্বালানো অতন্দ্র প্রহরায়
সহমর্মিতায় হাতের দৈর্ঘ্য শরীর ছাপিয়ে বাড়ে
আবার জাগছে
প্রাচীন যুগের আদিম টান
শুনতে পাচ্ছ না?
শিকারে বেরিয়েছে ওরা আবার
অসতর্ক শিকার খুঁজছে জঙ্গলের আনাচে-কানাচে
এসো আবার সতর্ক হই
আবার শৃঙ্খলা গড়ি
সু সভ্যতার
নেতিবাচক সব ধূর্ত শিয়াল
ওদেরই অনুচর
দূর করে দাও
শৃঙ্খলা গড়ি আবার
হৃদয়ে হৃদয়ে
ছেঁড়া সুতোগুলো, এসো,
আবার জুড়ি
এখনও আছে সময়
জাগো