Skip to main content

মনে হয়

মনে হয়
আর কোনো জন্মে আমি গাছ ছিলাম
নইলে গাছেদের সঙ্গে এত স্মৃতির
আত্মীয়তা কেন?

তোমার হাতে একা আমি

যেবার রাজস্থানে গিয়েছিলাম
মরুভূমির মধ্যে দাঁড়িয়ে
এক কণা বালি হাতে করে বলেছিলাম
  আমার সঙ্গে কলকাতায় চলো
...

ফিরে বলছি

সমস্যাটা হল
মেয়েটার বাপের বাড়ি রইল না
কিন্তু বাপের বাড়ির গ্রামটা রয়ে গেল
বীরনগর ...

সান্ত্বনা চাও?

সান্ত্বনা চাও?
অনন্ত সান্ত্বনা?
কে দেবে? ...

ছেলেটা যখন ক্লাস সিক্সে পড়ে

ছেলেটা যখন ক্লাস সিক্সে পড়ে
তার মা একদিন তার আঙুলে একটা সাদা পাথর দেওয়া আংটি পরিয়ে দিল
বলল, দেখিস বাবু, তোর মন অনেক শান্ত হবে
ছেলেটার মন কোনোদিন শান্ত হল না,

অবাস্তব

তুমি বললে, অবাস্তব
আমিও বললাম, অবাস্তব ...

অতি সাধারণ যে

কলকাতার
কোনো একটা অখ্যাত গলির মোড়ে
অখ্যাত একটা ছোট্টো রুটির দোকান ছিল

ভোরের সূর্যের মুখোমুখি

যদি দৈন্যই সত্যি হত অবশেষে
তবে দিগন্তলীন সমুদ্রের সামনে
  কি ভোরের সূর্যের মুখোমুখি
                  দাঁড়াই কি করে?
Subscribe to কবিতা