সৌরভ ভট্টাচার্য
4 February 2022
যেবার রাজস্থানে গিয়েছিলাম
মরুভূমির মধ্যে দাঁড়িয়ে
এক কণা বালি হাতে করে বলেছিলাম
আমার সঙ্গে কলকাতায় চলো
আলাদা করে সাজিয়ে রাখব তোমায়
তোমার নিজস্ব পরিচয় হবে
বাঁচবে একা, স্বাধীন সত্তায়
এখানে লক্ষকোটি বালির মধ্যে মিশে
তোমার পৃথক অস্তিত্ব কোথায়?
বালিকণা
পড়ন্ত সূর্যের আলো মেখে
আমার দিকে তাকিয়ে হেসেছিল,
বলেছিল,
এই যে তোমার হাতে একা আমি
এক কণা
এই আমার স্বাধীনতা,
আমার ইচ্ছাধীন অস্তিত্ব,
আর এই যে দেখছ বালির সমুদ্র
এ আমার সে অস্তিত্বের অর্থ
তোমার সঙ্গে যেতেই পারি কলকাতায়
তোমার সুসজ্জিত বসার ঘরে বসতেই পারি উজ্জ্বল হয়ে
কিন্তু সে হবে শুধুই আমার
অর্থহীন অস্তিত্ব
তোমাদের আকর্ষণের সামগ্রী কেবল