Skip to main content

মনে হয়
আর কোনো জন্মে আমি গাছ ছিলাম
নইলে গাছেদের সঙ্গে এত স্মৃতির
আত্মীয়তা কেন?

যেন যুগযুগান্তর ধরে
অসীম নীল আকাশের নীচে
এমনই দাঁড়িয়ে থাকতে পারি,
যাবতীয় যা কিছু স্বীকার করে নিয়ে
একা একা
শুধু মাটির বুকের সুধা পান করব বলে
মাটিতে মিশে যাওয়ার আগের মুহূর্ত অবধি
গভীর চিত্তপ্রসাদে
শান্তির বিন্দু বিন্দু
শিশিরস্নাত
লহমায় লহমায়

Category