Skip to main content

এই যে আমার বারান্দায়

একফালি রোদ এসে পড়েছে

এই যে আমি আর সে মুখোমুখি বসে

শান্ত

অল্প অল্প করে

সরে সরে যাচ্ছে সময়

আমাদের দুজনকে নিয়ে

অবাধে

এইটুকুই আমার স্বাধীনতা

খানিকক্ষণ মনকে মুক্ত রাখা

বাঁধনহীন, বিকারহীন, উজ্জ্বল 

Category