Skip to main content

তুমি যত হিংসা করো

তুমি তত অমানুষ হও
তুমি যত অমানুষ হও
তোমার শাণিত বুদ্ধি
তোমার তীব্র আবেগ
তত হৃদয়হীন হয়
তুমি যত হৃদয়হীন হও
তোমার গলার আওয়াজ
তত তীব্র হয়
হাতের মুঠো, পায়ের পেশী
তত ধাতুর মত হয়
অবশেষে তুমি ধাতু হয়ে যাও
তোমায় দিয়ে দারুণ অস্ত্র বানানো যায় তখন
তুমি ভীষণ কাজের হয়ে ওঠো
কিছু কিছু মানুষের কাছে
যারা অন্ধকার জমিয়ে জমিয়ে জাল বোনে
তারপর কাজের শেষে
আবর্জনায় হারিয়ে যেতে যেতে ভাবো
কি করে সব শুরু হয়েছিল
তুমি বুঝতে পারো
একা একা এতটা হিংসা করা যায় না
নির্দয় হওয়ার কুযুক্তি লাগে
তুমি চারপাশে খোঁজো
তারা কোথায় আজ
যারা সে কুযুক্তির জোগান দিয়েছিল তোমায়
গোপনে?

Category