Skip to main content

সান্ত্বনা চাও?
অনন্ত সান্ত্বনা?
কে দেবে?
কার কাছে হাত পাতবে বারবার?
বরং অনন্তের নীল চাহনিতে দাও ডুব
দেখো অসীম সান্ত্বনার স্রোত নামছে
সূর্যরশ্মি বেয়ে
নিস্তরঙ্গ অন্ধকারে
অহরহ
জেনো

ওর উপর তোমার আজন্ম অধিকার

Category