Skip to main content

মৃত্যু

মৃত্যু ভীষণ সজাগ
         সচেতন
মৃত্যুর খবর আমাকে তো রাখতেই হয়
কখন কোন পাড়ায় এসেছে সে
   আমার বুকেও তো দবদবানো হৃৎপিণ্ড
...

বউটা

বউটা সকালে উঠে ঝাঁট দেয়
বউটা একটু বেলায় আঁচ দেয়
বউটা দুপুরবেলা ভাত দেয়
বউটা বিকেল বিকেল চা দেয়
...

ফাঁকি

সাধু চলিত,
আরবি ফারসি উর্দু হিন্দী ইংরাজী পাঞ্জাবী তামিল তেলেগু 
বাংলার সাথে সবই মিশুক, ক্ষতি নেই ভাই, ক্ষতি নেই
শুধু বাংলাই কেন, সবার সাথে সবই মিশুক 
ক্ষতি নেই ভাই, ক্ষতি নেই
...

পালক

তোমায় মাছের বাজারে প্রথম দেখেছিলাম
একহাতে অকাল বর্ষণের জল সামলিয়ে, 
তুঁতে রঙের শাড়িটা বাঁ হাতে
  হরিণ মুদ্রায় একটু উঁচু করে তুলে ধীর পদক্ষেপে
...

ঈশ্বর

আমি ঈশ্বরের জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করেছি।
কাগজের নৌকা বানিয়ে ঈশ্বরের দিকে ঠেলে দিয়েছি বড় নর্দমায়। তখন ওটাই আমার নদী।
    ঈশ্বরের গায়ে পাঁক লাগেনি। 
...

ভুল

কিছু ভুলতেই হয়
এমন কি কিছু দেওয়া কথাও

কথাদেরও বয়েস হয়
কথারাও টেনে টেনে হাঁটে
...

এত

এত শব্দ। এত বাক্য। এত বর্ণন।
  কতটুকু তার সত্য কথন?

এত হাত। এত শরীর। এত হৃদয়।
  কটাই বা তার ছুঁলে সোনা হয়?
...

যেরকম

আমি জোর করে, নিজের মত করে
  তোমার হাত পা চোখ মুখ লিঙ্গ আঁকব না
...

এক দুগুণে দুই

পাথুরে মন আর স্রোতস্বিনী মন। তুমি ভাবছ তুমি কোনটা?

তুমি তীর। তুমি তট। তোমার একদিকেতে পাথুরে মন, আরেকদিকে স্রোতস্বিনী।
...

নিজেকে

নদীটার সামনে যে পাহাড়
   তার বিপরীত দিকে যাইনি কোনোদিন
প্রতিদিন নদী থেকে খাবার জল ভরে
   স্নান সেরে, শৌচকর্ম সেরে ফিরে গেছি বাড়ি
...
Subscribe to কবিতা