Skip to main content

এমন যদি হয়
বাজারে আনকোরা কিছু নেই আর তোমার জন্য

এমন কোনো
পাহাড়, নদী, ঝরণা, জঙ্গল, সমুদ্র নেই যা তুমি দেখোনি

অথবা এমন কোনো রতিসুখ নেই
যা তোমার অভিজ্ঞতার বাইরে

কি করবে সেদিন?

মায়খানার দরজা বন্ধ হলে
অবসন্ন শরীরে চাঁদের আলোয় চাপা পড়ে
তারার সমুদ্রে অস্তিত্ব হারাতে হারাতে দেখবে
      দূরে মিলিয়ে যাচ্ছে শেষ সাকী

তুমি স্বপ্নে ধ্রুবতারা খুঁজতে চাইছো 
   ভালোবাসাহীন ঘোলাটে স্মৃতিতে

Category